মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

দুই বন্ধুসহ সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৯:৩৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় বগুড়ার শেরপুরে দুই বন্ধু, চট্টগ্রামে কলেজছাত্র, নওগাঁর আত্রাইয়ে একজন, রাজশাহীর তানোরে যুবক, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই শিশু এবং মানিকগঞ্জে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর (বগুড়া) : ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের কৃষ্ণপুরে মঙ্গলবার রাতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। তারা হলেন- সম্পদ (১৬) ও নাহিদ (১৮)। নাহিদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে ও সম্পদ রিদয় ইসলামের ছেলে।

চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত কলেজছাত্র জয়দ্বীপ দাস (১৯) চকবাজার থানার এক নম্বর জয়নগর সেকান্দর ভিলার মৃত নির্মল কান্তি দাসের ছেলে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। সে মিরসরাই ডিগ্রি কলেজের ছাত্র। মঙ্গলবার ভোরে নগরীর রিয়াজুদ্দিন বাজার মোটেল সৈকতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ : আত্রাইয়ে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে নিহত নাঈমুল ইসলাম (১৮) রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের কাছে সোমবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

তানোর (রাজশাহী) : তানোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত জুবাইর হোসেন (২৭) তানোর পৌর এলাকার জিওল মহল্লার কুতুব উদ্দিনের ছেলে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে মাহেন্দ্র চাপায় নিহত শিশু জেরিন আক্তার (৭) তেরচাটি গ্রামের আজিজুল হকের মেয়ে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ পৌর এলাকায় ট্রাকচাপায় নিহত সেলিম আনোয়ার (৩০) ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে ইজিবাইকের ধাক্কায় নিহত শিশু আরিফুল (৫) উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের রায়হানের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় যাতাহারা-আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »