শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

দুই বোনের লাশ উদ্ধারের মামলায় তিনজনকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৯ পূর্বাহ্ন

সিলেট নগরীতে বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় এসএমপির এয়ারপোর্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ মামলার বাদী নিহত দুই বোনের মা ও দুই ভাইকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্যজট অনেকটা খুলে যাবে। দুই মেয়ের মৃত্যুর ঘটনায় তাদের মা মামলা করেছেন। মামলাটি রেকর্ডের পর বাদিনী ও তার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত মঙ্গলবার ভোরে সিলেট নগরীর মজুমদারি কোনাপাড়ার ৩১ নম্বর বাসার ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মজুমদারি এলাকার মৃত কলিম উল্লার মেয়ে রানী বেগম (৩৮) ও ছোটবোন ফাতেমা বেগম (২৭)। তাদের লাশ ওই বাসার ছাদের একই পিলারের আলাদা দুটি রডে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।

মঙ্গলবার বিকালে ময়নাতদন্তের পর রাত ১০টার দিকে মজুমদারিতে মৃত দুই বোনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিকপীর (রহ.) গোরস্তানে তাদের লাশ দাফন করা হয়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর