মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন

দৌলতপুরে নিত্য পণ্যের বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার নিত্য পণ্যের বাজার মনিটরিং করেছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার বাজার মনিটরিং করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং নিত্য পণ্যের দাম বেশী না রাখা, মজুদ না করাসহ পন্যের তালিকা টানানোর নির্দেশনা দেন এবং পাশাপাশি তাদের সতর্কও করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান, দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। সাথে সাথে কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে অবৈধ মজুদ রাখা, অতিরিক্ত দামে বিক্রয়, পন্যের মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে নিয়ম প্রতিপালন ও সতর্ক করা হয়। জনস্বার্থে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!