রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

দৌলতপুরে বন্যা কবলিত মানুষকে সরকারী খাদ্য সহযোগীতা করেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ৪২৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ১০:৪৫ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরে দুটি ইউনিয়ন রামকৃষ্ণ পুর ও চিলমারি পদ্মা নদীর ওপারে অবস্থিত।

দুই ইউনিয়নে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। প্রতি বছরের ন্যায় এবছর ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এ বছর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের আবাদি জমির ফসল পাট, ধান সহ বিভিন্ন ফসল বন্যার পানির নিচে তলিয়ে গেছে তাতে ব্যাপক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। তাছাড়াও বন্যা কারনে খাবার পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

শনিবার সকাল ১০ টা সময় বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সহযোগীতা পৌঁছে দিতে দৌলতপুর বন্যা কবলিত এলাকায় আসেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহীন খশরু, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, রামকৃষ্ণ পুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মন্ডল ।

শনিবার দিন ভর প্রায় ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আটা, তেল, লবন সহ অন্যান বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, বন্যা কবলিত মানুষের সহযোগীতায় আমরা সকল সময় আছি। সহযোগীতা অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »