বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

দৌলতপুরে সাবেক সাংসদ প্রয়াত আফাজ উদ্দিন’র স্মরণ সভা ১৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৩৫৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৬:৩০ অপরাহ্ন

১৩ অক্টোবর বুধবার বিকালে সাবেক সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আফাজ উদ্দিন আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হবে কুষ্টিয়ার দৌলতপুরে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। আলোচনা পর্বে বক্তারা কথা বলবেন আফাজ উদ্দিন আহমেদ স্মরণে। দীর্ঘ বিরতির পর এই স্মরণসভা ঘিরে একই মঞ্চে কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতাদের উপস্থিতির খবর ব্যপকভাবে উৎসাহ এনেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এছাড়াও বক্তব্য রাখবেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্’র সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখার কথা রয়েছে জেলার বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের।

দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রোববার বিকাল ৩টার সভায় রেকর্ড সংখ্যক নেতাকর্মী উপস্থিত হবে বলে ধারণা জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যমতে এই অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের নেতা মাহবুব উল আলম হানিফ, জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থাকবেন। আমার বাবা মরহুম আফাজ উদ্দিন আহমেদের স্মরণে এই অনুষ্ঠান যথার্থ ও অর্থবহ হবে বলে আশা করছি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী বলেন, আফাজ সাহেবের মাধ্যমেই আমাদের সবার রাজনীতিতে আসা। তাঁর স্মরণে এই সভার দাওয়াত পেয়েছি, দীর্ঘদিন পর হানিফ সাহেবের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার। আশপাশের জেলা -উপজেলা এবং আমাদের দৌলতপুরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হবেন।

অনুষ্ঠানের সভাপতি সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, সংবাদকর্মীরাও অনুষ্ঠানে আমন্ত্রিত। আপনারা আসবেন। আমাদের প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য-ত্যাগ প্রাসঙ্গিক স্মরণসভা এটি। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত বলেন, অনুষ্ঠানটির বিষয়ে অবগত আছি, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আমাদের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা থাকবে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে ব্যপক দ্বিধা বিভক্তি (গ্রুপিং) স্পষ্ট থাকলেও কর্মীদের আকাঙ্খার ‘ঐক্য’ এই মঞ্চে এক সারিতে দৃশ্যমান হয়ে উঠবে বলে মনে করছেন নেতাকর্মীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচন সন্নিকটে থাকায় শীর্ষ নেতারা উপস্থিত হলে নিজ নিজ অবস্থান জানান দিতে ইউনিয়ন পর্যায়ের নেতারা ব্যপক সমাগম ঘটাতে পারে বলে মনে করছেন উপজেলার জ্যেষ্ঠ নেতারা।

গেল ৮ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের (আলোচ্য সভার আয়োজক) নতুন কমিটি গঠন হয়েছে। এবছর জুলাইয়ে পরলোক গমন করেন সদ্য সাবেক কমিটির সভাপতি আফাজ উদ্দিন আহমেদ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর