সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন

দৌলতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিতঃ নেতা কর্মীদের মাঝে হাতাহাতি

আছানুল হক / ১০৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৮:৩০ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসের শুরুতে সকাল ৬ টা তপধ্বনীর মধ্যো দিয়ে দিবসটি শুরু হলেও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময়ে অনিয়ম হওয়াতে অনেকে অসন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের আমন্ত্রণ পত্রে সকাল ৬ টা ৩০ মিনিটে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের কথা থাকলেও ৬ টা ১৪ মিনিটে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষ করেন উপজেলা প্রশাসন। এমন অনিয়ম নিয়ে উপজেলা বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

সকাল ৮ টার পর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জাব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী,

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন।

এছাড়াও সকাল ৭ টার সময় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল নেতা কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের এক অংশ সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে নেতা কর্মীদের নিয়ে সকাল ৮ টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এ সময় কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ নেতা কর্মীদের নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের কর্মীদের মাঝে হাতা হাতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে। সংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ শত শত নেতা কর্মী নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!