কুষ্টিয়া দৌলতপুরে শনিবার বিকালে, বাহিরমাদী আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাহিরমাদী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে হ্যান্ডবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ার সরকার স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা আনোয়ার আজম সরকার এর সার্বিক তত্ত্ব্ববধানে যে দুই টি দল অংশগ্রহণ করছেন, ঢাকা জেলা দল ও আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদসদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জাব্বার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী।
সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসানুল আসকার হাসু।
উক্ত খেলায় আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি কে ২ গোলে হারিয়ে ঢাকা জেলা দল বিজয়ী হয়েছে। উক্ত খেলায় ঢাকা জেলা দল ১৪ গোল, আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি ১২ গোল।