কুষ্টিয়া দৌলতপুর থানাধীন মিরপুর গ্রামস্থ জনৈক মোঃ টিপু’র বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম নিপু (৪৩) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত্রি ১০:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম নিপু ভেড়ামারা থানার চাঁদগ্রামের মৃত নুরুল আলম এর ছেলে।
সোমবার দুপুরে দৌলতপুর থানা ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেন। মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম নিপুকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।