অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা নিয়ে করোনার এই কঠিন সময় পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন।
মহামারী করোনায় দরিদ্র অসহায় এবং কর্মহীন মানুষের যেনো চিন্তার শেষ নেই। দৌলতপুরের এক মহিলা তার পরিবারের সদস্যদের ক্ষুধা মেটাতে পুলিশকে ফোন দেয়। ওই মহিলা এর আগে শুনেছেন যে থানার বড় বাবু অসহায় মানুষের কষ্টের সময় সহযোগিতা করে থাকেন। ভয় ভিতি ত্যাগ করে অসহায় মহিলা থানায় ফোন দিলে খাদ্য সহায়তা নিয়ে ওসি নাসির হাজির হন মহিলার বাড়িতে। ৩০ কেজি চাউল, ডাল, তেল লবণ, আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এমনি এক দৃশ্য দেখা যায়।
এবিষয়ে ওসি নাসিরের সাথে কথা হলে তিনি জানান, মানুষের সেবা করা পুলিশের নৈতিক দায়িত্ব। সেই চিন্তা থেকেই দরিদ্র অসহায় এবং কর্মহীন পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করেছি।