নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের ঘটনায় এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় মামলার পর মো. ফরহাদ হোসেন হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. ফরহাদ হোসেন হৃদয় উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, জাহাজমারা ইউপির এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে হৃদয়। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই কিশোরীর মা বুধবার রাতে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া ভুক্তভোগীর মায়ের মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
খবর: যুগান্তর