বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে স্কুলছাত্রীকে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক / ৩৫০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ১০:১২ পূর্বাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ মামলা থেকে রক্ষা পেতে স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত মো. আবু সুফিয়ান উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আবুল বাসারের ছেলে এবং সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের ৩ নং যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার দুপুরে আদালতে এফিডেভিট করে বিয়ে করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সুফিয়ান ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের পরিবার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এরপর আমি সুবর্ণচর থানার ওসিকে বিষয়টি জানাই।

তিনি আরও জানান, ভিকটিম এবং অভিযুক্ত ছেলে আত্মীয় হয়। ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে তারা কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন বলে শুনেছি।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় আবু সুফিয়ানের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, প্রেক্ষাপট যেটাই হোক, বাল্যবিয়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খবর পেয়ে ছেলে পক্ষ পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আর থানায় আসেনি এবং কোনো লিখিত অভিযোগও করেনি।

ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »