বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

নওগাঁয় ট্রাক্টরের চাপায় দুই ভ্যান যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩১৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় বালুবোঝাই ট্রাক্টরের চাপায় ভ্যানগাড়িতে থাকা নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)।

স্থানীয়রা জানান, সকালে ভ্যানগাড়িতে করে পত্নীতলার বড় মহরন্দী গ্রাম থেকে মধুইল বাজারে যাচ্ছিলেন তারা। নকুচা এলাকায় আসলে ভ্যানটির একটি যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় রাস্তায় পড়ে যায়। এ সময় পত্নীতলা দিকে থেকে আসা বালুবোঝাই ট্রাক্টর তাদের চাপা দিয়ে ট্রাক্টটি পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই বুলবুলি নিহত হন। পরে ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: ঢাকাপোস্ট


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »