আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নওয়াপাড়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত’র বিজয় সুনিশ্চিত করতে এক কর্মীসভা শুক্রবার উপজেলার আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
এ সময় তিনি নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, অভয়নগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী উত্তম বর্ণ, উপ প্রচার সম্পাদক লুৎফর কবির বিজু, উপদেষ্টা সদস্য আবুল হোসেন, সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য আসাদুজ্জামান মিঠু, জেলা আ’লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা ছাত্রলীগের সভাপতি তানজিব নওশাদ পল্লব প্রমুখ।