বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

নগরকান্দায় ২ প্রার্থীর সমান ভোট, পুনর্নির্বাচন বুধবার

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। এ কারণে আগামীকাল বুধবার পুনরায় ওই ইউপিতে ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ সদস্য পদের দুজন প্রার্থী সমান ভোট পান।

ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) এবং আনোয়ার হোসেন (ফুটবল প্রতীক) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে তারা দুজনই পেয়েছেন ৩২৪ ভোট। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফল স্থগিত করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে, পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন রিটার্নিং অফিসার শেখ তানভীর আখতার। আগামীকাল ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সমান জনপ্রিয় দুজন প্রার্থীর মধ্যে থেকে আগামীকাল যে বেশি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হবেন, তা জানার জন্য আগ্রহী নগরকান্দা উপজেলার সর্বস্তরের উৎসুক জনতা। এ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে সুক্ষ হিসাব-নিকাশ। দুই প্রার্থী আবারও সমান ভোট পাওয়ার আশঙ্কা থাকলেও, খুবই কম ভোটের ব্যবধানে সদস্য (মেম্বার) নির্বাচিত হবেন বলে ধারণা এলাকাবাসীর।

রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার বলেন, ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বুধবার ভোটগ্রহণের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »