বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

নতুন করোনা আক্রান্তদের বেশিরভাগই ঢাকার

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:০৪ অপরাহ্ন

মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও নতুন করে আরও ৩৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। তবে নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে ২৯ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরের করোনা ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষারি বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৪ জন।

তবে সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন আরও ২০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ভাইরাসটি থেকে সেরে উঠেছে ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!