মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

নিজস্ব প্রতিবেদক / ৪২৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৯:২০ অপরাহ্ন

দিনাজপুরের কাহারোলে নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে প্রাণ গেছে মারুফা বেগম (৯) এবং শামীম (৮) নামে দুই শিশুর। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পুনর্ভবা নদীতে।

মারুফা বেগম কাহারোল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বকশীডাঙ্গা এলাকার মো. জিয়ারুল ইসলামের মেয়ে এবং শামীম বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরীফউদ্দীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, এই দুই শিশু রোববার দুপুরে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা নদীর গভীর পানিতে তলিয়ে গেলে নদীর পাড়ে থাকা দুই নারী তাদের ডুবে যাওয়া দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসেও তাদের উদ্ধার করতে পারেননি। পরে নদীতে জাল ফেলে শিশু দুটিকে উদ্ধার করা হয়। পরে তাদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান জানান, শিশু দুটি ডুবন্ত অবস্থায় মারা গেছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »