বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

নদীর চরে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি লাশ

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের আবাসন এলাকার কচা নদী ও খালের মোহনাসংলগ্ন চরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ওই দিন সন্ধ্যায় পাড়েরহাট আবাসন এলাকার কচা নদী ও খালের মোহনাসংলগ্ন চরে স্থানীয়রা বস্তাবন্দি কিছু একটা দেখতে পেয়ে থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ৪-৫ দিন আগে তাকে কোনো স্থান থেকে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওই লাশটি বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তার পরনে একটি পাজামা রয়েছে। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩০-৩৫ বছর হবে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!