সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩১৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৯:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মাসুদ খাঁ (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত মাসুদ খাঁ কুষ্টিয়া শহরতলীর চড় মিলপাড়া এলাকার হোসেন খাঁর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,গতকাল বুধবার ঈদের পরের দিন ভোর ৪টা থেকে মাসুদ খাঁ নিখোঁজ ছিলেন। তারপর পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তাকে পাওয়া যায়নি। পরে আজ ভাসমান অবস্থায় তার মরদেহ গড়াই নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেল।

কুমারখালী থানার(ওসি) কামরুজ্জামান তালুকদার এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ওই ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »