নবাগত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে কুষ্টিয়ার সন্তান মোফাজ্জেল হক এর লেখা বই শুভেচ্ছা কপি হিসেবে তুলে দেন।
কুষ্টিয়া প্রতিনিধি:
দেশের নব নির্বাচিত ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোফাজ্জেল হক, তিনি বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি সদস্য, ও কুষ্টিয়া জেলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বুধবার দুপুরে গুলশানে অবস্থিত অফিসে
সাক্ষাৎকালে ২২ তম মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় মোফাজ্জেল হক এর লেখা “আওয়ামী লীগের আত্মত্যাগী নেতাদের সংগ্রামী জীবন” বইটি শুভেচ্ছা স্বরুপ রাষ্ট্রপতির হাতে তুলে দেন। রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময় শেষে মোফাজ্জেল হক এক প্রশ্নের জবাবে বলেন, দেশের ২২তম নবাগত রাষ্ট্রপতি অত্যন্ত বিনয়ী মানুষ। রাষ্ট্রের মানুষ একজন সত্যিকারের অভিভাবক পেলো। তিনি দক্ষতার সাথে সঠিক ভাবে নির্দেশনা দিবেন বলে মন্তব্য করেন। ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ শপথ গ্রহণ করবেন বলে জানা যায়।