বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

নসিমন উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১২:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে নছিমন উল্টে মনা (২২)নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পোড়াদহ-মিরপুর সড়কের কামিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনা পার্শ্ববর্তী মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ক্যাসব পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,আজ সকালে মেহেরপুর থেকে নসিমন যোগে পোড়াদহ কাপড়ের হাটের উদ্দেশ্যে কাপড় কিনতে যাচ্ছিলেন মনা। পথে হঠাৎ নছিমনটি উল্টে গেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনা পার্শ্ববর্তী মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ক্যাসব পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »