বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের টিভি টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- উপজেলার কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (৩২) ও বাহারছড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে নুরুল হুদা (৩৬)।
জানা গেছে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুজনকে আটক করে। পরে অটোতে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সূত্রঃ যুগান্তর