মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

নায়েব হত্যার জেরে সংঘর্ষ, নারী-পুলিশসহ আহত ৪৫

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২, ৯:৪১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে নায়েব উল্লা হত্যাকান্ডের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা বুলেট ছুড়েছে।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ। সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ সরকার।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ২৬ এপ্রিল বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের মধ্যে ধানের আঁটি নিয়ে সংঘর্ষে নায়েব উল্লা নামের শ্রীঘর গ্রামের একজন নিহত হয়।

সেই ঘটনা নিয়ে শনিবার সন্ধ্যায় শ্রীঘর গ্রামের সর্দার বাড়ির আনু মিয়া ও মাঝি বাড়ির রফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে বিষয়টি দুই গোষ্ঠীর লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি গোষ্ঠীগত দ্বন্দ্বে রুপ নিলে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উদ্দেশ্য করে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ছুড়লে পুলিশের পাঁচ সদস্য আহত হয়।

এ ছাড়াও উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। পরে পুলিশ সংঘর্ষ থামাতে ৯ রাউন্ড ফাঁকা বুলেট ছুড়ে। সংঘর্ষ এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা আছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। সংঘর্ষ থামাতে আমরা ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। তদন্তের কারণে আহত পুলিশ সদস্যদের নাম বলা যাচ্ছে না।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!