মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

নিখোঁজের দুইদিন পর ফিরলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৯:৪৮ অপরাহ্ন

নিখোঁজের একদিন পর খোঁজ মিলেছে কুষ্টিয়ার দৌলতপুরের এক ব্যবসায়ির। গেল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ফজরের নামাজে যাওয়ার পর আর ফেরেননি চুয়াল্লিশ বছর বয়সী জাহাঙ্গীর আলম বাবু। মোবাইল ফোনে টাকা লেনদেনে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা তার।

খোঁজাখুঁজি করে না পেয়ে স্ত্রী রাশেদা খাতুন দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টমসমোড় এলাকার জান মোহাম্মদ বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম বাবু ফিরে আসেন ১৬ ফেব্রুয়ারি।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকার কথা জানিয়ে বলেন, আমি নিজেও তাকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালাচ্ছিলাম। পাবনার ইশ্বরদী থেকে সে বাড়িতে ফিরতে পেরেছে।

এ প্রসঙ্গে বাবু বলেন, আমি ভোরে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরই একটি সাদা মাইক্রোবাসে করে একদল লোক আমাকে তুলে নিয়ে যায়। তারা দিনে একবেলা করে দু’দিন দুইবার রুটি খেতে দিয়েছে। অধিকাংশ সময় আমার চোখ বাঁধা ছিলো। তবে, তারা শারীরিক নির্যাতন করেনি। তাদের কোন পরিচয়ও বলেনি। কোন জিজ্ঞাসাবাদ হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবারের সবার খোঁজ নিয়েছে। আমি বাড়ি কিভাবে বানিয়েছি জানতে চেয়েছে। আয়-ব্যয় সম্পর্কে জানতে চেয়েছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে না পারায় তারা এখনও উদ্বিগ্ন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে আছেন জানিয়ে বাবু’র স্ত্রী রাশেদা খাতুন বলেন, আমাদের কোন শত্রু নেই, আমার স্বামী নামাজ পড়ে,সমাজে তাকে সবাই সমীহ করে ভালো মানুষ হিসাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »