মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

নিখোঁজ গৃহবধূর লাশ মিলল বাঁশঝাড়ে

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭:১৮ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ থেকে নিখোঁজ গৃহবধূ রাবেয়া খাতুন রওশনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার ভুগোইল গ্রামের কালিতলা সেতুর কাছে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা মাজেদা বেগম রোববার কাহালু থানায় বাদী হয়ে অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাবেয়া খাতুন রওশন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। বাদশা মিয়া নাটোরে একটি বিস্কুট কারখানায় চাকরি করেন। সেখানে দ্বিতীয় বিয়ে করে বসবাস করেন। রাবেয়ার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শুক্রবার দুপুরে খাবারের পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন শনিবার সন্ধ্যায় তার মরদেহ পার্শ্ববর্তী কাহালু উপজেলার ভুগোইল গ্রামের নগর নদের কালিতলা সেতুর কাছে বাঁশঝাড়ে পাওয়া যায়। পরে কাহালু থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

কাহালুর পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, নিহত গৃহবধূর মুখ ওড়না দিয়ে পেঁচানো ছিল। কপালে শেয়াল বা কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »