বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এনডিএফের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২, ১০:২৬ অপরাহ্ন

আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দে বিশ্বব্যপী যুদ্ধ উন্মাদনা,ইউক্রেনে রুশ আগ্রাসন,ন্যাটো জোটের সম্প্রসারণ ও তেল,গ্যাস,পানি,বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার (০৯/০৩/২০২২ ইং) জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফের উদোগে মানববন্ধন কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পায়রা চত্বরে সংগঠনটি এই কর্মসুচির আয়োজন করে।এনডিএফের জেলা সহ-সভাপতি আব্দুস সালাম শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কামরুল হক লিকু,কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান,জেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, এনডিএফের ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ফারুক ও দপ্তর সম্পাদক সেলিম হোসেন ক্যাপটেন প্রমুখ।নেতৃবৃন্দ বলেন,বর্তমানে বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টনে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বদ্ব তীব্রতর হয়ে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য ও তাদের ন্যাটো জোটের বিরুদ্ধে চীন-রাশিয়ার নেতৃত্বে এসসিও জোট পরস্পরের মুখোমুখি।একক পরাশক্তি মার্কিনের নেতৃত্বে ন্যাটো ২০০১ সালে আফগানিস্তানে,২০০৩ সালে মার্কিনার নেতৃত্বে পাশ্চাত্যের ইরাক আগ্রাসন ও দখল।২০১০ সালে আরব বসন্তের নামে ২০১১ সালে লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকরীকরণ,২০১৪ সালে মধ্যপ্রাচ্যের লেভান্তে আইএস তৎপরতা ইত্যাদি আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সিরিয়াযুদ্ধে সাম্রাজ্যবাদী রাশিয়ার বিজয় এবং আইএস বিপর্যস্ত হওয়ার ধারাবাহিকতায় ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের কাছে ন্যাটোর অভূতপূর্ব পরাজয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষ চীন-রাশিয়া সামনে আসে।বক্তাগন বলেন, আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে এই অন্যায় আগ্রাসী যুদ্ধে মৃত্যুর বিভীধিকা, ব্যাপক ধ্বংসযজ্ঞ,নারী-শিশু-বৃদ্ধসহ জনগণের দুরবস্থা,পলায়ন ও উদ্বাস্তু-শরণার্থীর ঢল নামার সাথে সাথে বিশ্বব্যাপী খাদ্যশষ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ এর নেতিবাচক প্রভাব বিশ্ব জনগণকে বিপদে ফেলছে। সাম্রাজ্যবাদী এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন,বিশ্ব জনগণের ঘাড়ে আজ যেমন যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে তেমনি জীবন-জীবিকার অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে চলছে। দেশে সাম্রাজ্যবাদ ও তার দালালদের বেপরোয়া লুটপাটের ফলে চাল, ডাল,তেল,লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বছরব্যাপী অগ্নিমুল্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন ওষ্ঠাগত।এছাড়াও নানা অজুহাতে ডিজেল কেরোসিন বিদ্যুৎ গ্যাসসহ সকল ধরণের জ্বালানরি দাম বৃদ্ধি করায় জাতীয় ও জনজীবনের সংকট আরো গভীর হচ্ছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »