বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন

পরপর ৩ শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৯:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লার বরুড়ায় তিন মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে আলী আকবর নামে এক লম্পটকে আসামি করে বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আলী আকবর (৫০) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা মাদরাসার আঙ্গিনার পাশে আলী আকবরের ঘর। সে রোববার দুপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। এদিন রাত ৮টায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার সকালে একই মাদ্রাসার আরো ২ শিক্ষার্থীকে ধর্ষণ করে ওই লম্পট। তিন শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

এলাকাবাসী জানায়, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে ছোট শিশুদেরকে চকলেট, চানাচুর, অথবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় লম্পট আলী আকবর। পরে ওই শিশু শিক্ষার্থীদেরকে ধর্ষণ করে সে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনায় আমরা চরম হতবাক। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বরুড়া থানা ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!