সাতকানিয়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় চার ব্যবসায়ীকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. হাসেম (৩০ হাজার টাকা), আবদুল আলিম (২ হাজার টাকা), আবদুল মোনাফ (২৫ হাজার টাকা) এবং নুরুল ইসলাম (১০ হাজার টাকা)।
ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। অথচ ব্যবসায়ীরা নিয়মটির তোয়াক্কা করছে না। আমরা তদারকি করে ব্যবসায়ীদের জরিমানা করে প্লাস্টিকজাত মোড়ক ব্যবহার না করতে সতর্ক করছি।
সূত্র: যুগান্তর