শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

পার্বতীপুরে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ৪৫৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৯:৩৫ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে সজিব রানা (২২) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি এলাকার পুরাতন গরুর হাট থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৯ এমএম পিস্তল ও একটি শুটার গান উদ্ধার করা হয়।

সজিবকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে আমবাড়ি হাটের রাস্তার পাশে লিচু বাগানে অবস্থান নেওয়া হয়। এ সময় সজিব রানাকে দেখতে পেয়ে তার ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মোটরসাইকেলগামী ওই যুবকের ব্যাগ থেকে পিস্তল ও শুটার গান ছাড়াও একটি ম্যাগজিন ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

আটক সজিব রানা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমিনুল হকের ছেলে।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর