সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৮ অপরাহ্ন

পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার দায়ে এমপির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ১৫৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২, ৯:৪৯ পূর্বাহ্ন

পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য নিল প্যারিশ। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি নিল প্যারিশ বলেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন।

পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন বলে স্বীকার করেন প্যারিশ।

এই ঘটনা নিয়ে তদন্তের পর তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপির পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

প্যারিশ বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া।

সেটা ছিল ভীষণ ভুল একটি সিদ্ধান্ত। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে। আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধবুদ্ধি হারিয়ে গিয়েছিল।

গত বুধবার এই ঘটনা সামনে আসে। এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করে। পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

৬২ বছর বয়সি এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী বিষয়টি দেখে ফেলেন।

পরে পার্লামেন্টের একটি বৈঠকে নারী সংসদ সদস্যরা নিজেদের যৌনতা এবং হয়রানি বিষয়ক অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় এই অভিযোগ তোলেন।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!