পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের শুক্রবার করোনা শনাক্ত হয়েছে। তিনি নিজ সরকারি বাসভবনে কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসক শুক্রবার তার বাসভবনে র্যাপিড এন্টিজেন টেস্ট করে পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক সকালে যুগান্তরকে জানান, তিন দিন আগে থেকে তার শরীর ঠান্ডা ঠান্ডা ও কাশি অনুভব করে আসছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, গত প্রায় দেড় বছর ধরে অতিমারি করোনা ভাইরাস থেকে জেলাবাসিকে মুক্ত রাখার লক্ষে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন তার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করে আবারও জেলাবাসির মাঝে ফিরে এসে রাষ্ট্রীয় সব দায়িত্ব পালনে সচেষ্ট হতে পারেন এ জন্য দোয়া চেয়েছেন।
খবর: যুগান্তর