বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

পীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৬:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনের আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চত্বরে এই প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আ’লীগ সভাপতি ইমদাদুল হক, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষন অফিসার ডা. নুরুল ইসলাম,পঞ্চগড় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ডা. তানিয়া তাবাসসুম, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব আহসান হাবীব, এলডিডিপি প্রকল্পের সম্প্রসারন অফিসার ডা. পলি সারমিন, খামারীদের পক্ষে রওনক মাহামুদ প্রমুথ।
এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫ স্টলে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোস, বিড়াল সহ বিভিন্ন প্রজাতীর পশু-পাখি প্রদর্শন করেন।

পীরগঞ্জে লন্ডন প্রবাসী মজিবর রহমানকে সংবর্ধনা
আবু তারেক বাঁধন, নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যেক্তা, প্রতিষ্ঠাতা ও সদস্য লন্ডন প্রবাসী মজিবর রহমান চক্ষু চিকিৎসায় বিশেষ অবদান রাখায় সংবর্ধনা প্রদান করেন।

গতকাল বুধবার স্থানীয় ফান সিটি অ্যামিউজম্যান্ট পার্কে মোবারক আলী চক্ষু হাসপাতালের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মোবারক আলী চক্ষু হাসপাতালের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন লন্ডন প্রবাসী মজিবর রহমান দ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম মঈনুল হোসেন সোহাগ, মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, সদস্য মোজাহারুল ইসলাম ও কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ।
উল্লেখ্য লন্ডন প্রবাসী মজিবর রহমান পীরগঞ্জের মোবারক আলী চক্ষু হাসপাতালের উন্নয়নে ১০ লক্ষ টাকা প্রদান করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »