নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার ডাকা প্রতিবাদ সভা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। ঘটনাস্থল থেকে নোয়াখালী ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
শনিবার বিকালে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় এক প্রতিবাদ সভার ডাক দেন কাদের মির্জা। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকে অবস্থান নেন।
আটককৃতরা হলো- বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত এমদাদুল হকের ছেলে নুর ইসলাম (৪০), ৩নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে শাহাদাত হোসেন (২৯), একই এলাকার শাহ আলমের ছেলে ওলি উল্লাহ (২৯) ও মৃত মনির আহম্মদের ছেলে আবু তাহের (৩৪)।
কাদের মির্জার প্রতিবাদ সভা পণ্ড করার বিষয় নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডিবি পুলিশ ৪ জনকে আটক করেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।