সিলেটে পুলিশের আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রেখেছেন একাধিক মামলার এক আসামি! তার নাম মো. মঈন উদ্দিন। তিনি সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি সরকারবিরোধী প্রচারণায় খুবই সক্রিয়। এর চেয়ে বড় কথা— তিনি একাধিক মামলায় অভিযুক্ত। বর্তমানে তিনি জামিনে আছেন।
শনিবারের সভায় তার উপস্থিতির খবর ছড়ানোর পর সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকের বলেন, তাকে চেনা যায়নি। এ সুযোগটিই হয়তো নিয়েছেন।
জানা গেছে, শনিবার দুপুরে সিলেট সদরের খাদিমনগরে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মঈন উদ্দিনের উপস্থিতি দেখে প্রথমে অনেকেই হাসাহাসি শুরু করেন। সভা শুরুর একটু পরেই বক্তা হিসাবে তার নাম ঘোষণা হলে অনেকেই বিস্মিত হন।
সিলেটে পুলিশের সভায় একাধিক মামলার আসামির উপস্থিতি ও বক্তব্য নিয়ে চলছে চরম সমালোচনা।
সূত্র: যুগান্তর