মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

প্রকাশ্যে সাব্বিরকে খুন

নিজস্ব প্রতিবেদক / ২১৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

যশোরে প্রকাশে ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির শহরের শংকরপুর এলাকার আকবর আলীর ছেলে। পূর্ব বিরোধের জের ধরে সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে সাব্বির ও তার বন্ধুরা বাস টার্মিনাল এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা সেখানে গেলে সাব্বিরের সঙ্গীরা সটকে পড়েন। একা পেয়ে সন্ত্রাসীরা সাব্বিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে চা দোকানি সাব্বিরকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর