মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

প্রথম গোল পেয়ে যা বললেন মেসি

নিজস্ব প্রতিবেদক / ৩১৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

অবশেষে দেনা শোধ করলেন লিওনেল মেসি। এতো অর্থ দিয়েও মহাতারকার ঝলক দেখছিল না ফরাসি ক্লাবটি।

দেশের খেলা শেষে এবার প্যারিসে নেমেই দুর্দান্ত খেললেন মেসি। নঁতেসের বিপক্ষে গোল পেলেন।

ফরাসি লিগ ওয়ানে পিএসজি ৩-১ গোলে হারিয়েছে নঁতেসকে। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের দুই মিনিটে এগিয়ে দেন পিএসজিকে। ৮৭ মিনিটে গোল করেন লিওনেল মেসি। অপর গোলটি আত্মঘাতী। ১৪ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে পিএসজি।

মেসি হয়তো আরো গোল পেতেন। একের পর এক স্বভাববিরুদ্ধ সুযোগ নষ্ট করেছেন তিনি।

৭৬ মিনিটে নঁতেসকে সমতায় ফেরানো ঠেকাতে পারেননি রিকো। এ সময় ড্র নিশ্চিতের কথা ভেবে হতাশায় পুড়ছিল পিএসজি সমর্থকরা।

তখনই সৌভাগ্যের পাল্লা পিএসজির দিকে ঝুঁকে। ৮১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৮৭ মিনিটে মেসির গোলখরা কাটানোর ব্যবস্থা করেন মেসি।

দীর্ঘ খরার পর গোল পেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত মেসি। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় সেটাই প্রকাশ পেল।

ফুটবলের আর্জেন্টাইন জাদুকর বলেন, ‘লিগ ওয়ানে নিজের প্রথম গোলটা করতে পেরে আমি অনেক খুশি। এ গোলটা আমি মনেপ্রাণে চাইছিলাম। চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারলেও এখানে পারিনি, আজ পারলাম। ’

জয় প্রসঙ্গে মেসি বলেন, ‘ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য। তবে দিনশেষে জয় পেয়েছি আমরা, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমি খুশি। ’

আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। তারপরও মেসির গোলটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন কোচ পচেত্তিনো।

বললেন, মেসির গোলটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তার দলের জন্যও।’

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »