মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

প্রশাসকের কাছে ঝিনাইদহ পৌরসভার দ্বায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ৩১৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৭:১১ অপরাহ্ন

মেয়াদ শেষ হওয়ার ৫ বছর ৭ মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে ঝিনাইদহ পৌরসভার দ্বায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।বুধবার বিকেলে ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক মন্ত্রনালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসকের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন মেয়র সাইদুল করিম মিন্টু।সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও পৌরসভার কাউন্সিলর ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।নব-নিযুক্ত প্রশাসক ইয়ারুল ইসলাম জানান,সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতিকে মেয়র নির্বাচিত হন সাইদুল করিম মিন্টু। ২০১৬ সালের ২ এপ্রিল মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা সংক্রান্ত মামলা চলমান থাকায় নির্বাচন বন্ধ ছিল।জটিলতা শেষ হওয়ায় পৌরসভার প্রশাসক নিয়োগ দিতে গত রোববার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।ওই প্রজ্ঞাপনে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালককে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।এই নিয়োগের ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দ্বায়িত্ব হস্তান্তরের সময় মেয়র সাইদুল করিম মিন্টু তার দ্বায়িত্ব কালে পৌরসভার রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,নাগরিক সুবিধাসহ নানা উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন।বিদায়ের সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে তাদের দ্বায়িত্বপালের আহ্বান জানান।সেসময় উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »