সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম। কেন্দ্রে ভোটার আসছেন এক-দুজন করে। ছয়টি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এহসানুল কবির ফেরদৌস বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করলেও দুপুরেও একই দৃশ্য লক্ষ্য করা যায়।
ভোট শুরুর পৌনে এক ঘণ্টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মাত্র ২৫ জন ভোট দেন। সকাল সোয়া ৯টা পর্যন্ত কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট পড়ে মাত্র ১৪টি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফেরদৌসী বেগম ইকবাল (প্রজাপতি), মোহিনী বেগম (বৈদ্যুতিক পাখা), অ্যাডভোকেট কামরুন নাহার রিপা (কলস), অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি (পদ্মফুল) ও মিরা বেগম (ফুটবল)।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
সূত্র: যুগান্তর