সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৩৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৯:১২ অপরাহ্ন

যশোর জেলার চৌগাছা থানাধীন টেংগুরপুর থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬,ঝিনাইদহ।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ২০২২) সকালে র‌্যাব-৬,সিপিসি-২(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,যশোর জেলার চৌগাছা থানাধীন টেংগুরপুর গ্রামস্থ এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় চলিতেছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে চৌগাছা থানার টেংগুরপুর গ্রামস্থ জনৈক মোঃ মিন্টু খান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাঁচবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮) গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে থেকে গ্রেফতারকৃতের নিকট হতে ১৬৭ বোতল ফেন্সিডিল,মোবাইল-০১টি এবং ০২টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »