চুয়াডাঙ্গা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬,ঝিনাইদহ।বৃহস্পতিবার (০২ মার্চ ২০২২) র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে,চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাতে দামুড়হুদা থানাধীন কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ আসাদুল হকের মালিকানাধীন মেসার্স হক ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কানাইডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে মোঃ শামীম হাসান (২৬) কে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতের নিকট হতে ১০১ (একশত এক) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।