আফগানিস্তানের নানগারহার প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তালেবান সদস্যদের বহনকারী একটি গাড়িতে আঘাত করেছে। শনিবার এক তালেবান সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ওই বিস্ফোরণে অন্তত একজন আহত হয়েছেন বলে তালেবানের মুখপাত্র মোহাম্মদ হানিফ জানিয়েছেন। আহত ব্যক্তি পৌরসভার কর্মী বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ আফগানিস্তানের ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে আইএসের হামলাতেই একশর বেশি মানুষ নিহত হয়েছিল।
কয়েকদিন আগেই জালালাবাদে তালেবান সদস্যদের বহনকারী একটি ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তারও আগে জালালাবাদে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ নিহত হন। আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
সূত্র: যুগান্তর