সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৯:২৮ পূর্বাহ্ন

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার কান্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা সরদারের ছেলে সুন্দর আলী সরদার (৬৫), কান্দারচর গ্রামের জিবরাইল সরদারের ছেলে রফিক সরদার (১৫) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪৬)।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন ওই তিনজন। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর