কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে বজ্রপাতে সোহান হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন একই এলাকার সামাদ (৬৫) ও তার ছেলে রুবেল (২০) গুরুত্বর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মা নদীতে পাট জাগ দেওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সোহান নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
রামকৃষ্ণপুরইউনিয়নের ৬ নং ওয়াডের মেম্বার সাজিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব হৃদয়বিদারক ঘটনা। আজ সোমবার বিকালে নদীতে পাট জাগের কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে সোহান মারা যায়। সে সময় তার সাথে কাজ করা অবস্তায় একই এলাকার বাবা ও ছেলে আহত হয়। বর্তমানে তারা স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন ।