বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন

বটি দিয়ে কুপিয়ে গৃহবধূকে খুন

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৯:৩১ পূর্বাহ্ন

মাগুরায় শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের কোনো এক সময় হাত ও গলাকেটে তাকে হত্যা করা হয়।

বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম মাগুরা জজ আদালতের ভেন্ডার মুন্সি ওয়াহিদুজ্জামান অনুর দ্বিতীয় পক্ষের স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, নিহত ফাতেমা বেগম মুন্সী ওয়াহিদুজ্জামানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। পারিবারিক কলহের কারণে তার প্রথম স্ত্রী কয়েক বছর যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় গত বছরের নভেম্বর মাসে ফাতেমা বেগমকে বিয়ে করেন তিনি। কিন্তু এই বিবাহের পর থেকে প্রথম পক্ষের সন্তান ফয়সালের সঙ্গে ফাতেমার কলহ লেগে ছিল।

মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহ ছাড়াও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!