বুধবার (৮সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা ও সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, টিপু নেওয়াজ, গোলাম মোরশেদ, নাসির উদ্দীন মাষ্টার, আব্দুর রশিদ বাবলু, জিয়াউল আলম, সাইফুল ইসলাম শেলী দেওয়ান, শহিদুল ইসলাম (হালসানা), আব্দুল মজিদ মেম্বর।
যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, এ্যাড. এজাজ আহামেদ মামুন, সেলিম চৌধুরী। আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম লালন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক জহুরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রভাষক স্বপন আলী, দপ্তর সম্পাদক রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মির্জা আলম রিগান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মায়াবী রোমান্স মল্লিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সোনালী আক্তার আলেয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল সোবহান, যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান লোটন চৌধুরী, শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক প্রভাষক সামসুল আলম, শ্রম সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, সাংস্কৃতিক সম্পাদক আলাউল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আঃ মান্নান শাহ। সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান, এ্যাড. নজরুল ইসলাম। সহ-দপ্তর শরিফুল ইসলাম, সহ-প্রচার মঈন আক্কাস, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ। কমিটিতে ১নং সদস্য এ্যাড. হাসানুল আসকার হাসু, মকবুল হোসেন, নাসির উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান সহ ৭১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।