সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক / ১১২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২, ৭:৫৮ অপরাহ্ন

মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিক মিয়া (২৫) ও শাহাদাত হোসেন (২৮)। তাদের বাড়ি মেহেরপুরে।

পুলিশ জানায়, কুয়াকাটায় ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি মেহেরপুরে ফিরছিলেন শাহাদাত ও আশিক ।

শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান আশিক। গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!