রাজশাহীর বাঘায় করোনায় সাইদুর রহমান (৫২) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাইদুর রহমান নওটিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পীরগাছা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
জানা গেছে, সাইদুর রহমান গত ২৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরদিন তার অবস্থার অবনতি হতে শুরু করে।
এক সপ্তাহ চিকিৎসা পর বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে নওটিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বানু জানান, সাইদুর রহমান খুব ভালো একজন শিক্ষক ছিলেন। তার পাঠদান শিক্ষার্থীরা অতি সহজে বুঝতে পারতেন। তার মৃত্যুতে স্কুলের ক্ষতি অপূরণীয় হলো।
সূত্র: যুগান্তর