মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

বান্দরবানে ১৭ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

বান্দরবানে বাঘমারা বাজারে আগুনে পুড়ে ১৭ দোকান পুড়ে ছাই হয়েছে।

সোমবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলা সদর ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের বাঘমারা বাজারের চায়ের দোকানের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে গেছে বাজারের বিভিন্ন পণ্যের ১৭টি দোকান ও ঘর।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রাত পৌনে ৩টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রোয়াংছড়ি ও বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। তদন্তসাপেক্ষে বলা যাবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »