কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইউপি নির্বাচনে বারুইপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ডা: শফিকুল ইসলাম মন্টু। দীর্ঘ ১৮বছর পর ইউনিয়নের চেয়ারম্যান রদবদল হয়েছে। জনপ্রিয়তার শীর্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ডা: মন্টু। তিনি বিজয়ী হওয়ার পর ঘরে বসে নেই, এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও নবনির্বাচিত এই চেয়ারম্যান মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিনকে ফুলেল শুভেচ্ছা জানান। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার দলীয় ব্যক্তিদের সাথে মটর সাইকেল শোভাযাত্রা করেন। এলাকার বিভিন্ন মোড়ে, মানুষের বাড়িতে যেয়ে তাদের সুখে দুঃখে পাশে থাকবেন জানান। জনগণের ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। এদিকে এলাকার মানুষ ভোটের ফলাফলের পর থেকে শুরু করে সর্ব মহলের জনগন দিনব্যাপী তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকাবাসির ভালোবাসায় শিক্ত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত এই চেয়ারম্যান এক বার্তায় বলেন, বারুইপাড়া ইউনিয়নবাসীর ভালোবাসায় বিজয়ী হয়েছি। এ বিজয় আমার না, এ বিজয় আমার এলাকার মানুষের। তিনি বলেন, ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আগামীতে জনগণের জন্য কাজ করে যাবো। এলাকার উন্নয়নে সকল কাজ করতে চান তিনি। জনগনের সেবা করাই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।