বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

বিদ্যুৎস্পর্শে ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

রাজধানীর রামপুরায় বিদ্যুৎস্পর্শে মো. মেহেদী হাসান মোল্লা (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

রামপুরা টিভি সেন্টারের উল্টো দিকের একটি তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারখানায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করতে এসেছিলেন মেহেদী। রশি দিয়ে চতুর্থ তলার জানালা দিয়ে গ্লাস ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

মেহেদী পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের মিলন মোল্লা ছেলে। রামপুরার উলনে স্ত্রী ও এক কন্যাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »