মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

বিশিষ্ট কলাম লেখক এডভোকেট সিরাজের মা হাসিনা মোন্তাজ আর নেই

নিজস্ব প্রতিবেদক / ২৮২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১১:৫৩ অপরাহ্ন

বিশিষ্ট কলাম লেখক, গবেষক ও সাংবাদিক এডভোকেট পিএম সিরাজ প্রামানিকের মাতা ও মোন্তাজ প্রামানিকের স্ত্রী হাসিনা মোন্তাজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৮ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বুধবার সকাল ৯ টায় খোকসা জানিপুর পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং মালিগ্রাম গোরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমার নামাজে জানাজায় আত্মীয়-স্বজনসহ সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিশিষ্ট কলাম লেখক, সাংবাদিক ও আইনজীবী কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পি এম সিরাজ প্রামাণিকের মায়ের মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »